রেলের বাসায় বহিরাগতদের বসবাস
চট্টগ্রাম নগরের জান আলী হাট স্টেশনের রেলওয়ের সরকারি কোয়ার্টার বহিরাগতদের ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া কলোনির আঙিনার খালি জায়গায় অবৈধভাবে কাঁচা-পাকা ঘর নির্মাণ করে অবৈধভাবে ভাড়া দেওয়া হচ্ছে। সেখানে অবৈধভাবে বিদ্যুতের সংযোগও নেওয়া হয়েছে।
রেলওয়ের প্রকৌশল বিভাগের একটি তালিকায় এসব তথ্য উঠে এসেছে।
তালিকা অনুযায়ী, জান আলী হাট রেলস্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের বাসা রয়েছে ৪৪টি। তারমধ্যে ৯টি পরিত্যক্ত ও সিলগালা করা, ৩০টি বাসাতে অবৈধ দখলদাররা বসবাস করছেন। বাকিগুলো স্টাফদের নামে বরাদ্দ।
এ ছাড়া কলোনির আঙিনার খালি জায়গায় অন্তত ৫০টি অবৈধ ঘর নির্মাণ করে ভাড়া বাণিজ্য চলছে। এসব বাসা ভাড়া দিয়ে লাখ টাকার ভাড়া আদায় হচ্ছে।
অভিযোগ রয়েছে, বাসা ভাড়ার টাকার একটি অংশ যাচ্ছে জান আলী হাট স্টেশনের মাস্টার আবদুস সালাম ভূঁইয়ার পকেটে। তবে তিনি টাকা আদায়ের কথা অস্বীকার করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বহিরাগত
- আবাসিক ভবন
- বাংলাদেশ রেলওয়ে