কোম্পানির আয় বাড়াতে প্ল্যাটফর্মে অনুমোদিত রাজনৈতিক বিজ্ঞাপনের ধরন বাড়ানোর ঘোষণা দিয়েছে ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম টুইটার।
মঙ্গলবারের ঘোষণার আগে ২০১৯ সালে বৈশ্বিকভাবে রাজনৈতিক বিজ্ঞাপন দেখানো নিষিদ্ধ করেছিল প্ল্যাটফর্মটি।
কোম্পানি টুইট করেছে, যুক্তরাষ্ট্রে বিভিন্ন ‘কারণ-ভিত্তিক’ বিজ্ঞাপনে নিজেদের বিজ্ঞাপনী নীতিমালা শিথিল করবে টুইটার। আর সামনের দিকে অগ্রসর হতে ‘টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমের’ সঙ্গে মিল রেখে তারা এইসব নীতিমালা নির্ধারণ করবে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
মার্কিন নির্বাচন সম্পর্কিত বিভিন্ন ‘ভুল তথ্যে’ অনুমোদন দেওয়ায় টুইটার ও ফেইসবুকের মতো বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম তীব্র সমালোচনার মুখে পড়ে। এর ফলে, ২০১৯ সালে নিজস্ব প্ল্যাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন দেখানো বন্ধ করে টুইটার।