সিটি করপোরেশন কেন প্রয়োজন
সরকার দেশের সব বিভাগীয় শহরগুলোতে পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তর করছে। এই রূপান্তরের ফলে এখন অনেক পুরোনো পৌরসভা থেকে দাবি উঠেছে, সেগুলোকে সিটি করপোরেশন করার। দাবির পেছনে সবাই অনেক যুক্তি দিয়ে চলেছে। যুক্তিগুলো একেবারে অস্বীকার করা সম্ভব, এমন মনে করার কোনো কারণ নেই। দেড় শ বছরের একটা পৌরসভার দাবির যৌক্তিকতা নিয়ে কোনো প্রশ্ন তোলার বিষয়টিই অনেকের কাছে অস্বাভাবিক মনে হতে পারে। কিন্তু সরকার সব যৌক্তিকতাকে পাশ কাটিয়ে মোটামুটি নির্লিপ্ত থেকেই সিটি করপোরেশন করার দাবি উপেক্ষা করে চলেছে। একটা পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য কিছু নীতিমালা আছে। সেই নীতিমালাকে দেখিয়েই পৌরসভার দাবির বিষয়ে দিচ্ছি-দেব করে কালক্ষেপণ চলছে। বিজ্ঞজনেরা মনে করেন, সরকার এমন অনেক পৌরসভা করেছে, যেগুলোর সব নীতিমালা যথাযথ মানা হয়েছে বলে সরকার দাবি করতে পারবে না। তাই পৌরসভার যৌক্তিক দাবিকেও সরকার নীতিমালা দেখিয়ে উপেক্ষা করতে পারে না।
একটা পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে উন্নীত করলে সাধারণ মানুষ কী উপকার পাবে, তা প্রথমে বিবেচনা করা প্রয়োজন। আইন অনুযায়ী সিটি করপোরেশনের দায়িত্ব কর্তব্য: ১. জনস্বাস্থ্য, ২. জন্ম, মৃত্যু ও বিবাহ রেজিস্ট্রেশন, ৩. সংক্রামক ব্যাধি, ৪. স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদন ইত্যাদি, ৫. জনস্বাস্থ্যের উন্নয়ন, ৬. হাসপাতাল ও ডিসপেনসারি, ৭. চিকিৎসা সাহায্য ও স্বাস্থ্য শিক্ষা, ৮. পানি সরবরাহ ও পানিনিষ্কাশন প্রণালি, ৯. রাস্তা। প্রাগুক্ত প্রতিটি হেডলাইনের আবার কিছু কিছু কাজ বিস্তারিত করা আছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যে ১৮ খাতে সেবা দেওয়ার কথা জানা যায়, তা হচ্ছে রাস্তার বৈদ্যুতিক লাইট, হাসপাতাল, করপোরেশনের হাসপাতাল, রাস্তা, নর্দমা, ফুটপাত, বাজার, জন্মনিবন্ধন, ভস্মীকরণ সমাধি স্থান, ব্যায়ামাগার বা কমিউনিটি সেন্টার, মাতৃমঙ্গল কেন্দ্র, রাস্তার গাড়ি পার্কিং, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, গ্রন্থাগার, সংগীত স্কুল, বাস টার্মিনাল, পাবলিক টয়লেট, পার্ক এবং খেলার মাঠবিষয়ক সেবা। ঢাকা উত্তর সিটি করপোরেশন যে ১৪টি খাতে সেবা দেওয়ার কথা জানায়, এর মধ্যে আছে রাস্তা খননের অনুমতি, নতুন হোল্ডিং নম্বর, হোল্ডিং ট্যাক্স সার্ভিস কার্যপ্রণালি, হোল্ডিংয়ের নামজারি, ডিওএমএফও, ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, জন্মসনদ, কবরস্থান ব্যবস্থাপনা, ধূমপানমুক্তকরণ নির্দেশিকা, যান-যন্ত্রপাতি ভাড়ার হার ও নিয়মাবলি, কমিউনিটি সেন্টার বুকিং, বহুতল ভবনের অনাপত্তিপত্র, জিআইএস ম্যাপ ক্রয়, উদ্যোক্তাদের সেবাকেন্দ্র।
- ট্যাগ:
- মতামত
- পৌরসভা
- সিটি করপোরেশন