কনকনে শীত আর কড়া নজরদারিতে পুনর্ভোটে গাইবান্ধা

বিডি নিউজ ২৪ গাইবান্ধা প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৩, ১০:৪৮

নজিরবিহীন অনিয়ম দৃশ্যমান হওয়ায় আড়াই মাস আগে গাইবান্ধা-৫ আসনের যে উপ নির্বাচনের ভোটগ্রহণ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই নির্বাচনের পুনর্ভোট শুরু হয়েছে কড়া নজরদারির মধ্যে।


নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, তীব্র শীত আর কুয়াশার মধ্যেও বুধবার সকাল সাড়ে ৮টায় এ নির্বাচনী এলাকার ১৪৫টি কেন্দ্রে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে।


শীতের মধ্যে দিনের শুরুতে কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম। বেলা বাড়লে ভোটাররা আসতে শুরু করবেন, এই আশায় আছেন ভোটগ্রহণ কর্মকর্তারা।


আগেরবারের মতই ৯৫২টি বুথে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ৩ লাখ ৩৯ হাজার ভোটারের ভোট নেওয়ার ব্যবস্থা হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে বসানো সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা থেকে সরাসরি নজরদারি চলছে।


নির্বাচন কমিশনার আহসান হাবিব খান আগের দিনই সতর্ক করেছেন, এতকিছুর পরও অনিয়মের পুনরাবৃত্তি হলে ছাড় দেওয়া হবে না।


“অনিয়মের গ্র্যাভিটি দেখে সেই মুহূর্তে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এটুকু বলতে পারি, কোনো অনিয়মকে প্রশ্রয় একেবারেই দেব না আমরা।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও