You have reached your daily news limit

Please log in to continue


বন্ধ হয়নি কিশোর-তরুণদের কথিত হিজরত

ধর্মীয় অপব্যাখ্যার কারণে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে তরুণ-তরুণী, কিশোর কিশোরীরা কথিত হিজরতের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। অনেককে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার কিংবা ফিরিয়ে এনে এসে ডিরেডিকালাইজড করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। যদিও এখনও অনেকের অবস্থান শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তারা বলছেন, কথিত হিজরতের উদ্দেশে এখনও বাসা থেকে বের হয়ে যাচ্ছে অনেকে। তবে তা নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, যারা বাসা থেকে বের হয়ে যাচ্ছে সেই পরিবার যদি থানায় অবগত না করে তাহলে এসব বিষয় জানা দুরূহ।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অভিভাবকরা সচেতন হয়ে উঠছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তাদের মতে, সন্তান কিংবা পরিবারের সদস্য হঠাৎ নিখোঁজ হলে অনেকেই এখন থানায় সাধারণ ডায়েরি করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন