সিলেট স্ট্রাইকার্স: ভাগ্য বদলাবে মাশরাফি-মুশফিকে?

প্রথম আলো প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৩, ১৭:৪৪

টি-টোয়েন্টি ক্রিকেটের রোমাঞ্চ নিয়ে আবারও হাজির বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী শুক্রবার পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের। কে জিতবে এবারের বিপিএল, সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী ১৬ ফেব্রুয়ারি। ট্রফিটা হাতে তুলতে সাত ফ্র্যাঞ্চাইজির কে কেমন দল সাজিয়েছে, শক্তিমত্তায় কারা এগিয়ে, কারাই–বা পিছিয়ে—বিপিএল শুরুর আগে এসব নিয়েই এই আয়োজন—


আরেকটি মৌসুম, নতুন নামে আরেকটি ফ্র্যাঞ্চাইজি। সিলেটের ভাগ্য এবার বদলাবে?


বিপিএলের সর্বশেষ তিন আসরে খেলেছে সিলেটের তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি—সানরাইজার্স, থান্ডার, সিক্সারস। সর্বশেষ তিন আসরে তাদের সবচেয়ে ভালো ফল? টেবিলে নিচের থেকে দ্বিতীয় হওয়া, বাকি দুবার দলটি লিগ শেষ করেছিল টেবিলের তলানিতে থেকেই। এবার নাম বদলে দলটি সিলেট স্ট্রাইকার্স। নেতৃত্বে মাশরাফি বিন মুর্তজা। সিলেট যে বিপিএল-ভাগ্য বদলাতে চায়, সেটি তাই আলাদা করে না বললেও চলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও