বিপদে পুঁজিবাদ: কোন পথে চলছে বিশ্বরাজনীতি
তৃতীয় বিশ্বযুদ্ধটা বাধেনি ঠিকই, কিন্তু যুদ্ধের পরিস্থিতি তো সর্বত্রই বিদ্যমান। বাণিজ্যযুদ্ধ মারাত্মক আকার ধারণ করেছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বেধেছে আমেরিকা ও তার মিত্রদেশগুলোর। ভুক্তভোগী হচ্ছে ইউক্রেনের মানুষ।
কেবল ইউক্রেনের কেন, বিশ্বের সব মানুষই নিদারুণ কষ্টে পড়েছে। জ্বালানিসংকট, খাদ্য উৎপাদন হ্রাস, মুদ্রাস্ফীতি, মাদক, পর্নোগ্রাফি—সবকিছু আঘাত করছে মানুষকে। লাভ হচ্ছে ব্যবসায়ীদের।
আর অত্যাশ্চর্য সব রাজনৈতিক ঘটনা তো ঘটেই চলেছে। ইউরোপে নাৎসি ও ফ্যাসিবাদীদের তাণ্ডব মানব-ইতিহাসের এক চরম দুঃখ ও লজ্জার বিষয়। সেই জাতীয়তাবাদীরা জাতিদম্ভ নিয়ে আবার ফিরে এসেছে।
জার্মানিতে নাৎসিদের তৎপরতা দেখা যাচ্ছে; আর ইতালিতে তো মুসোলিনির ফ্যাসিবাদী সমর্থকেরা রাষ্ট্রক্ষমতাতেই বসে পড়েছে। ভোট অবশ্য পেয়েছে শতকরা ২২ জনের, তবু নির্বাচিত তো হয়েছে!
- ট্যাগ:
- মতামত
- বিশ্ব রাজনীতি
- পুঁজিবাদ