এবারের গ্রন্থমেলায় পর্যাপ্ত বই ছাপানো নিয়ে শঙ্কা
মিল মালিকরা একজোট হয়ে কাগজের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছেন। ফলে এবার মহান একুশে গ্রন্থমেলায় পর্যাপ্ত সংখ্যক বই ছাপানো সম্ভব হবে না। এ কারণে বইয়ের দামও বাড়তে পারে। এ পরিস্থিতিতে শুল্ক্ক কমিয়ে দিয়ে কাগজ আমদানির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন পুস্তক প্রকাশক ও বিক্রেতারা।
গতকাল সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে আয়োজিত গণশুনানিতে তাঁরা এসব কথা বলেন। সম্প্রতি কাগজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ায় স্বপ্রণোদিত হয়ে কমিশন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতাদের গণশুনানিতে উপস্থিত হওয়ার অনুরোধ করে। সভা শেষে কমিশন জানায়, বাজারের তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে তারা।
শুনানি গ্রহণ করেন কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী ও আইনবিষয়ক সদস্য নাসরিন বেগম প্রমুখ। সভায় বিভিন্ন প্রকাশনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মিল মালিকরা একজোট হয়ে কাগজের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছেন। ফলে এবার মহান একুশে গ্রন্থমেলায় পর্যাপ্ত সংখ্যক বই ছাপানো সম্ভব হবে না। এ কারণে বইয়ের দামও বাড়তে পারে। এ পরিস্থিতিতে শুল্ক্ক কমিয়ে দিয়ে কাগজ আমদানির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন পুস্তক প্রকাশক ও বিক্রেতারা।
গতকাল সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে আয়োজিত গণশুনানিতে তাঁরা এসব কথা বলেন। সম্প্রতি কাগজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ায় স্বপ্রণোদিত হয়ে কমিশন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতাদের গণশুনানিতে উপস্থিত হওয়ার অনুরোধ করে। সভা শেষে কমিশন জানায়, বাজারের তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে তারা।
শুনানি গ্রহণ করেন কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী ও আইনবিষয়ক সদস্য নাসরিন বেগম প্রমুখ। সভায় বিভিন্ন প্রকাশনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অমর একুশে গ্রন্থমেলা
- শঙ্কা
- বই ছাপা