আইসিইতে ছয় বছরের সর্বোচ্চে চিনির দাম
আইসিই ফিউচারস এক্সচেঞ্জে চিনির দাম বেড়ে ছয় বছরের সর্বোচ্চে। সরবরাহ সংকটের উদ্বেগে বাজারদরে এমন উল্লম্ফন দেখা দিয়েছে। খবর রয়টার্স।
সর্বশেষ কার্যদিবসে আইসিইতে অপরিশোধিত চিনির দাম দশমিক ৪ শতাংশ বা দশমিক শূন্য ৯ সেন্ট বেড়েছে। প্রতি পাউন্ডের মূল্য দাঁড়িয়েছে ২০ দশমিক ৯৮ সেন্টে। কার্যদিবসের শুরুতে দাম ২১ দশমিক ১৮ সেন্টে উঠে এসেছিল, যা ২০১৭ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। অন্যদিকে সাদা চিনির দাম দশমিক ১ শতাংশ বা ৮০ সেন্ট বেড়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৫৭২ ডলার ১০ সেন্ট। এদিকে চিনির পাশাপাশি কফি ও কোকোর দামও বেড়েছে।
ডিলাররা বলছেন, আগামী বছরের প্রথম প্রান্তিকেও (জানুয়ারি-মার্চ) আন্তর্জাতিক বাজারে চিনির সরবরাহ সংকট অব্যাহত থাকতে পারে। থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও মধ্য আমেরিকার দেশগুলোয় আখ সংগ্রহ ও মাড়াই কার্যক্রমে বিলম্বের কারণে সংকটের উদ্বেগ তীব্র হচ্ছে। এদিকে অতিরিক্ত বৃষ্টিপাতে ব্রাজিলে আখ সংগ্রহ অসম্ভব হয়ে পড়েছে।