![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/640x0x1/uploads/media/2022/12/26/3abac2670e812c1db2a449c52af12b10-63a9b57218105.jpg)
গুজরাটে বিএসএফ সদস্যকে পিটিয়ে হত্যা
ভারতের গুজরাট রাজ্যের নাদিয়াদে সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, মেয়ের অশ্লীল ভিডিও প্রচারের প্রতিবাদ করায় কয়েকজন মিলে তাঁকে পিটিয়ে হত্যা করে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার চাকলাসি গ্রামে ওই বিএসএফ সদস্য অভিযুক্ত ১৫ বছর বয়সী কিশোরের বাড়িতে যান। ওই কিশোরই তাঁর মেয়ের ভিডিও অনলাইনে পোস্ট করেছিল। কিশোরের পরিবারের সদস্যরা তাঁকে সেখানেই পিটিয়ে হত্যা করেন।
জানা গেছে, বিএসএফ জওয়ানের কিশোরী মেয়েটি ও অভিযুক্ত কিশোর একই বিদ্যালয়ে পড়ে। তাদের মধ্যে সম্পর্ক ছিল।
বিএসএফ সূত্র জানিয়েছেন, মেয়ের একটি অশ্লীল ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে বিএসএফ জওয়ান কিশোরের পরিবারের সঙ্গে কথা বলার জন্য যান।