পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৬ নিরাপত্তাকর্মী নিহত

www.ajkerpatrika.com পাকিস্তান প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ১৫:০১

পাকিস্তানের বেলুচিস্তানে একাধিক সন্ত্রাসী হামলায় একজন ক্যাপ্টেনসহ নিরাপত্তাবাহিনীর ৬জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। গতকাল রোববার এ হামলার ঘটনা ঘটেছে বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন। 



আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, বেলুচিস্তানের কাহান এলাকায় জঙ্গি দমন অভিযান চলছিল। তখন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে খুব কাছ থেকে বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। বিস্ফোরণে ক্যাপ্টেন ফাহাদ, ল্যান্স নায়েক ইমতিয়াজ এবং সিপাহি আসগর, মেহরান ও শামুন নিহত হয়েছেন। 


আপর এক বিবৃতিতে আইএসপিআর বলেছে, বেলুচিস্তানের সাম্বাজা এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের সময় একজন নিরাপত্তাকর্মী ও একজন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় দুইজন জওয়ান আহত হয়েছেন। রোববার ভোরে সন্ত্রাসীদের একটি দলকে আটক করেছিল পাকিস্তানের নিরাপত্তাবাহিনী। তাদের ছিনিয়ে নিতে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। তখন এসব হতাহতের ঘটনা ঘটে। 



হামলাকারীদের ধরতে ওই এলাকায় অভিযান চলছে বলেও বিবৃতিতে বলা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও