You have reached your daily news limit

Please log in to continue


সাত কারণে অর্থনীতি নিয়ে এত দুশ্চিন্তা

অর্থনীতির সংকট বিশ্বব্যাপীই। বাংলাদেশও এর বাইরে নয়। দুশ্চিন্তা তো আগেই ছিল, এর সঙ্গে যুক্ত হয়েছে অনিশ্চয়তা। কিন্তু অর্থনীতির এই দশা কি কেবলই বিশ্ব অর্থনীতির সংকটের প্রভাব? বাংলাদেশেরও কি কোনো ভুল ছিল না? সরকার থেকে বারবারই বলা হচ্ছে, দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি আসলে বিশ্ব অর্থনীতির সংকটের কারণে হয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদ ও গবেষকেরা সরকারের এই দাবি পুরোপুরি মানতে নারাজ। বরং সমস্যার স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সরকারের অনীহার কারণে অনেক ক্ষেত্রেই সংকট পরে অনেক বেড়ে গেছে।

২০২২ সাল যে খুব ভালো যাবে না, শুরুতেই বিশেষজ্ঞরা বলেছিলেন। যেমন ২০২১ সালের ডিসেম্বরে মার্কিন বার্তা সংস্থা সিএনবিসি ওয়াল স্ট্রিটের ৪০০ প্রধান বিনিয়োগ কর্মকর্তা, সম্পদ বিশ্লেষক ও বিনিয়োগ ব্যবস্থাপকের মধ্যে একটি জরিপ করেছিল। জরিপে মোটাদাগে ২০২২ সালের জন্য পাঁচটি সংকটের কথা বলা হয়েছিল। যেমন: ১. প্রধান হুমকি বা দুশ্চিন্তার বিষয় হবে মূল্যস্ফীতির চাপ। ২. অমিক্রন কতটা প্রাণঘাতী, তার ওপরই নির্ভর করবে অনেক কিছু। ৩. মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বেড়ে গেলে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে, ডলারেরও দর বাড়বে। ৪. নতুন বছরে শেয়ারবাজারে বিনিয়োগ করে কম মুনাফা পাওয়া যাবে। ৫. অর্থনীতি এবার ঘুরে দাঁড়াবে ঠিকই, তবে সব দেশে তা সমভাবে হবে না। দেশে-দেশে ও মানুষে-মানুষে বৈষম্য বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন