‘বার্সার হয়ে তিন ম্যাচ খেলতে না পারা হবে কষ্টের’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ২২:৪৪
নিষেধাজ্ঞার শাস্তি আগেই পেয়েছিলেন রবের্ত লেভানদোভস্কি। কিন্তু তিনি ও তার ক্লাব বার্সেলোনা আশায় ছিলেন, আপিলে তাদের জন্য সুখবর মিলবে। শেষ পর্যন্ত তা না হওয়ায় ভীষণ হতাশ পোলিশ তারকা।
বার্সেলোনা ফরোয়ার্ড এখনও ঠিক বুঝতেই পারছেন না, তাকে কেন এত বেশি শাস্তি দেওয়া হয়েছে। দলের পরের তিনটি ম্যাচ বেঞ্চে বসে দেখতে হবে ভেবেই খারাপ লাগছে তার।
বিশ্বকাপ বিরতির আগে গত ৮ নভেম্বর সবশেষ ম্যাচ খেলেছিল বার্সেলোনা। লা লিগায় ওসাসুনাকে ২-১ গোলে হারানোর ওই ম্যাচে প্রথমার্ধেই দুইবার হলুদ কার্ড দেখেন লেভানদোভস্কি।
দ্বিতীয় কার্ড পাওয়ার পর রেফারির উদ্দেশ্যে লেভানদোভস্কি ‘আপত্তিকর অঙ্গভঙ্গি’ করেছিলেন বলে অভিযোগ। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তখন তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে।
- ট্যাগ:
- খেলা
- নিষেধাজ্ঞা
- রবের্ত লেভানদোভস্কি