You have reached your daily news limit

Please log in to continue


অনিশ্চিয়তায় ডমিঙ্গো, টেস্টে নতুন কোচ চায় বিসিবি

জয়ে শুরু হলেও চলতি বছরের শেষটায় জয় দিয়ে রাঙাতে পারলো না বাংলাদেশ। তাই বছর শেষে ১০ টেস্ট খেলে বাংলাদেশের জয় ওই একটিতেই, নিউজিল্যান্ডের বিপক্ষে। বছরের শেষ টেস্টে ভারতকে বাগে পেয়েও টেস্ট ফরম্যাটে ইতিহাস গড়া হলো না টাইগারদের।

তাই টেস্টের জন্য আগামী বছর নতুন করে ভাবতে হচ্ছে বিসিবিকে। টি-টোয়েন্টি ফরম্যাটে আলাদা কোচ নিয়োগ দেওয়ার পর এবার টেস্টেও আলাদা কোচের চিন্তা করছে বিসিবি। টেস্ট দলের উন্নয়নে নতুন কোচ নিয়োগ দেওয়া হতে পারে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। বলা যায়, বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত।

জালাল ইউনুস বলেন, 'আমাদের একজন কোচ দরকার, যে টেস্ট ক্রিকেটের জন্য ভালো। ওয়ানডেতে আমরা ভালোই করছি। সেটার দিকে তাও নজর রাখা দরকার, কারণ বিশ্বকাপ খুবই কাছে, ২০২৩ সালে। এটির দিকে নজর রাখতে হবে। পাশাপাশি আমরা চাই, টেস্ট দলের টিম ম্যানেজমেন্টে যারা থাকবেন, তারা যেন ইম্প্যাক্ট রাখতে পারেন।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন