কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চলচ্চিত্র সালতামামি: রাজের রাজত্ব, মিমের জ্বলে ওঠার বছর

ডেইলি স্টার প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ২১:২৫

২০২২ সালে মুক্তি পেয়েছে সর্বমোট ৫০টি সিনেমা। এরমধ্যে ব্যবসা সফল হয়েছে হাতেগোনা কয়েকটি।


বছরজুড়ে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় রয়েছে- ছিটমহল, তোর মাঝেই আমার প্রেম, শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২, মাফিয়া- ১, মুখোশ, শিমু (মেইড ইন বাংলাদেশ), গুণিন, লকডাউন লাভ স্টোরি, জাল ছেঁড়ার সময়, গলুই, শান, বিদ্রোহী, বড্ড ভালোবাসি, পাপ পুণ্য, আগামীকাল, বিক্ষোভ, তালাশ, অমানুষ, পরাণ, দিন- দ্য ডে, সাইকো, কার্নিশ, যা হারিয়ে যায়, হাওয়া, আশীর্বাদ, ভাইয়া রে, লাইভ, বীরত্ব, অপারেশন সুন্দরবন, বিউটি সার্কাস, ঈশা খাঁ, হৃদিতা, যাও পাখি বলো তারে, রাগী, জীবন পাখি, বসন্ত বিকেল, রোহিঙ্গা, দামাল, কুড়া পক্ষীর শূন্যে উড়া, দেশান্তর, ভাঙন, মেইড ইন চিটাগং, ও মাই লাভ, হডসনের বন্দুক, জয় বাংলা, ৭১ এর একখণ্ড ইতিহাস, পায়ের ছাপ ও কাগজ।


বছরের শেষ মুক্তি পাওয়ার তালিকায় আছে বীরাঙ্গনা ৭১ ও মেঘ রোদ্দুর খেলা সিনেমা দুটি।


এরমধ্যে বছরের প্রথম ৬ মাসে সিনেমাহলে সর্বমোট ১৮টি সিনেমা মুক্তি পেয়েছিল কিন্তু একটি সিনেমাও সিনেমাহল থেকে লগ্নি করা অর্থ তুলতে পারেনি।


যদিও সিনেমার আয় এখন শুধু সিনেমাহল কেন্দ্রিক নেই। এর বাইরে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম, টিভি সত্ত্ব বিক্রি, ডিজিটাল রাইটস, স্পন্সর, দেশের বাইরে মুক্তি থেকে আয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও