করোনা রুখতে এ কেমন মাস্ক

প্রথম আলো প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ১৬:৫৭

করোনার প্রকোপের সময় সতর্ক তো থাকতেই হবে। সতর্কতার একটি উপায় মাস্ক পরা। তবে খাবার খাওয়ার সময় তো মাস্ক পরা যায় না। এতে সে সময় থেকে যায় ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার ঝুঁকি। এ সমস্যা সমাধানে বিচিত্র এক কৌশল বেছে নিয়েছেন এক ব্যক্তি। তিনি এমন একটি মাস্ক ব্যবহার করেছেন, যেটি পরে অনায়াসেই খাবার খাওয়া যাবে। খবর এনডিটিভির।


সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে গত শুক্রবার একটি ভিডিও বেশ সাড়া ফেলেছে। ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, একটি রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছেন এক ব্যক্তি। তাঁর মুখে পাখির ঠোঁটের আকৃতির একটি কাগজের মাস্ক। তিনি মুখ খুললে মাস্কটিও পাখির ঠোঁটের মতো খুলে যাচ্ছে। সেখান দিয়ে খাবার মুখে পুরছেন তিনি।


ভিডিওটি দেখে মনে হয়েছে ওই ব্যক্তি চীনের বাসিন্দা। করোনার তাণ্ডবে বর্তমানে বেকায়দায় রয়েছেন দেশটির লোকজন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে