You have reached your daily news limit

Please log in to continue


বিএনপির আন্দোলন মোকাবেলায় নেতৃত্বে অভিজ্ঞরা: কাদের

বৈশ্বিক অর্থনৈতিক সংকট, দেশে ‘জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার’ হুমকি ও বিএনপির নেতৃত্বে ‘সরকার হটানোর আন্দোলনের’ চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগের নেতৃত্বে অভিজ্ঞদেরই রাখা হয়েছে বলে জানিয়েছেন ফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে আবার আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি এবং এটা শেখ হাসিনার সিদ্ধান্ত। কাউন্সিলরদের চোখের ভাষা মনের ভাষা তিনি বোঝেন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই সম্মেলনের নেতৃত্ব নির্বাচিত করেছি।

‘পুরোনোরা বেশির ভাগই পুনরায় নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদের পার্টিতে অপরিহার্য, তাঁর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগে ১০ জনেরও বেশি প্রার্থী আছেন যারা জেনারেল সেক্রেটারি হতে পারেন।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচন, বিশ্বপরিস্থিতি সামনে রেখে আমাদের দেশে সংকট আছে, জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর আন্দোলন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে নানা চ্যালেঞ্জ। তা মোকাবিলায় আওয়ামী লীগের নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি।’

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ‘সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্ত’ ‍ছিল দাবি করে তিনি বলেন, ‘আমাদের পার্টি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সেটাই গতকাল আমাদের সম্মেলনে উপস্থিতিতে প্রমাণিত হয়েছে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন