কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার দৈনিক সংক্রমণের তথ্য আর প্রকাশ করবে না চীন

জাগো নিউজ ২৪ চীন প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ১২:৩৫

নতুন করে দৈনিক করোনা সংক্রমণের তথ্য আর প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে চীন। নতুন করে করোনায় ভয়াবহ সংক্রমণ শুরুর পর থেকে সংক্রমণের সংখ্যা ও মৃত্যু আন্তর্জাতিক গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য ছড়ানোর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিলো শি জিনপিং প্রশাসন।


প্রতিবেদনটিতে বলা হয়েছে, রোববার থেকে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা আর প্রকাশ না করার কথা জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। তবে কেন এ সিদ্ধান্ত নেওয়া হলো, তার কোনো স্পষ্ট কারণ উল্লেখ করেনি সংস্থাটি।


সংস্থাটি গত তিন বছরেরও বেশি সময় ধরে দেশটিতে দৈনিক শনাক্তের পরিসংখ্যান প্রকাশ করে আসছিল। কিন্তু হঠাৎ করেই এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শুধু রেফারেন্স ও গবেষণার জন্য করোনাসংক্রান্ত প্রাসঙ্গিক তথ্য চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থার মাধ্যমে প্রকাশ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও