৬০ দিন ব্যাকআপ দেবে কসপেটের ট্যাংক এম২

বণিক বার্তা প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ১২:০৯

আলিএক্সপ্রেসের মাধ্যমে বিশ্ববাজারে পরিচিতি পেয়েছে কসপেটের ট্যাংক এম২ স্মার্টওয়াচ। চলতি বছরের শুরুর দিকে চালু হওয়া কসপেট ট্যাংক এম১ প্রোর উত্তরসূরি হলো ট্যাংক এম২। নতুন স্মার্টওয়াচটি একবারের চার্জে টানা ৬০ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। দীর্ঘমেয়াদি ব্যাটারি লাইফ ছাড়াও ব্লুটুথ কলিংয়ের ফিচার রয়েছে নতুন এ মডেলে। খবর গিজমোচায়না।


প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, কসপেট ট্যাংক এম২ স্মার্টওয়াচে ৩৮০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। স্মার্টওয়াচটি নিয়মিত ব্যবহার করলে ১৫ দিন ব্যাটারি ব্যাকআপ দেবে। তবে স্ট্যান্ডবাই মোডে এটি প্রায় ৬০ দিন স্থায়ী হয়। এতে হেলথ ও ফিটনেস পর্যবেক্ষণ ফিচারও রয়েছে।


কসপেট ট্যাংক এম২ মডেলটিতে হূত্স্পন্দন ও রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপক ব্যবস্থা রয়েছে। তবে এ প্রযুক্তি জনস্বাস্থ্য নিরাপত্তাসংক্রান্ত যুক্তরাষ্ট্রের এফডিএ সার্টিফিকেশন পেয়েছে কিনা তা এখনো জানা যায়নি। এজন্য স্মার্টওয়াচের রিডিং সঠিক নাও হতে পারে। গ্যাজেটটিতে ঘুম ও এক্সারসাইজ ট্র্যাকিংয়ের ফিচারও রয়েছে। ডিভাইসটি ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি সাপোর্ট করে। যার মাধ্যমে কল করা, নোটিফিকেশন দেখার পাশাপাশি গান শোনার সুবিধাও পাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও