বড়দিন : অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের দিন
'বড়দিন' যিশুখ্রিষ্টের জন্মদিন। এই দিন দুই হাজার বাইশ বছর আগে ঈশ্বর পুত্র যিশুখ্রিষ্টের জন্ম হয়েছিল মানবজাতির মুক্তির লক্ষ্যে। অন্ধকারাচ্ছন্ন সমাজে আলো জ্বালানোর জন্যই তাঁর আগমন।
ঈশ্বর তাঁর আপন প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করেছিলেন। শাস্ত্রমতে তিনি প্রথম আদমকে সৃষ্টি করেছিলেন। তারপর আদমের পাঁজর থেকে একটি হাড় নিয়ে তাঁর সঙ্গী হবাকে সৃষ্টি করেছিলেন।
ঈশ্বর তাদের এদেন উদ্যানের পূর্বপ্রান্তে রেখেছিলেন। কিন্তু আদম এবং হবা ঈশ্বরের আদেশ অমান্য করায় তাদের এদেন উদ্যান থেকে বিতরণ করে পৃথিবীতে পাঠিয়ে দেন, আর শুরু হয় মানবজাতির জীবন সংগ্রাম।
পবিত্র বাইবেল অনুসারে আজ পৃথিবীতে যত মানুষ আছে তারা সবাই আদম এবং হবার বংশধর। কালক্রমে বংশবিস্তারের ফলে মানবজাতির সংখ্যা বৃদ্ধি পেতে থাকে।
একপর্যায়ে মানবজাতি ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যেতে থাকে এবং পাপ ও পঙ্কিলতায় নিমজ্জিত হয়ে পড়ে। পাপ কার্য, অন্যায়, অবিচার ও অন্যায্যতা প্রাধান্য পেতে থাকে। আর এভাবে মানব সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।
- ট্যাগ:
- মতামত
- শুভ বড়দিন
- অসাম্প্রদায়িক বাংলাদেশ