গুগল ফটোজের মেমোরি ব্যবহার করা যাবে আইওএসে
প্রথম আলো
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ২৩:০৫
এবার অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমে ব্যবহারকারীদের জন্য মেমোরি শেয়ারের সুবিধা চালু করল গুগল ফটোজ। গত সেপ্টেম্বরে শুধু অ্যানড্রয়েডের জন্য এ সুবিধা তৈরি করেছিল ছবি রাখার জনপ্রিয় এই সেবা। সঙ্গে নতুন বছরের জন্য ব্যবহারকারীরা পাচ্ছেন ছবির কোলাজ তৈরির নতুন স্টাইল।
গুগল ফটোজে মেমোরি শেয়ারে সক্ষম এমন একটি সুবিধা চালু করার দাবি ছিল ব্যবহারকারীদের। সেই পরিপ্রেক্ষিতে প্রথমে অ্যানড্রয়েডে এ সুবিধা চালু করা হয়েছিল।
আইওএসে ফটো গ্রিডের ওপরে থাকা ক্যারোসেল থেকে একটি ছবি বেছে নেওয়ার পর শেয়ার বাটনে চাপতে হবে। এতে ব্যবহারকারী শুধু সিলেক্ট করা ছবিই শেয়ার করবেন, না নিজেদের জমা রাখা সব ছবি শেয়ার করবেন, সে অপশন পাবেন। গুগল ফটোজ বা ইউআরএলের মাধ্যমে শেয়ার করার আগে আপনি চাইলে ছবি সম্পাদনাও করতে পারবেন। এটি শেয়ারিং ট্যাবে অন্যান্য অপশনসহ দেখাবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে