বড়দিনে কেমন হবে আপনার সাজ?
বড়দিনের উৎসব চলেই এলো। বছর শেষের এই উৎসবের জন্য অনেকেই ছিলেন অধীর আগ্রহে। রোববার বড়দিন। দিনটিকে ঘিরে অনেকেই পরিকল্পনা করে ফেলেছেন। এ দিন পার্টি আর আনন্দ-উল্লাসে মেতে উঠবেন সবাই।
এমন উৎসবের দিনে জমিয়ে সাজগোজ করবেন না তা কি হয়? তীব্র শীত না থাকলেও শীত তো আছেই। তাই গরম পোশাক পরতেই হবে। লম্বা ঝুলের কার্ডিগান, জিনসে্র জ্যাকেট, কেতাদুরস্ত সোয়েটার— যাই পরুন না কেন, সঙ্গে সাজটা মানানসই হতেই হবে।
বড়দিনের পার্টিতে যাওয়ার আগে কীভাবে সাজিয়ে তুলবেন নিজেকে?
১) সাজের পর আপনাকে কেমন দেখাচ্ছে তা অনেকটা নির্ভর করে চোখের সাজের ওপর। তাই চোখকে সাজিয়ে তুলতে হবে সযত্নে। চোখ বড় দেখাতে নিচে নয়, চোখের উপরের দিকে লাগান আইশ্যাডো। লিপস্টিক হালকা লাগালেও আইশ্যাডোর ক্ষেত্রে বেছে নিতে পারেন গাঢ় কোনো রঙ। তাহলে চোখ উজ্জ্বল দেখাবে। চোখের উপর আইশ্যাডো লাগানোর পর যদি মন একটু খুঁতখুঁত করে কিংবা চোখের উপরের অংশ চকচকে করে তুলতে চাইলে আইশ্যাডো লাগানোর পর বাম বা ভেসলিন লাগিয়ে নিতে পারেন।
২) মেকআপ করে ত্বকে চকচকে ভাব আনতে সাজের পর ডাস্ট হাইলাইটারের পরিবর্তে ক্রিম জাতীয় হাইলাইটার ব্যবহার করতে পারেন। নাকের নিচে, চোখের পাশে, কপালের মতো জায়গাগুলোতে হাইলাইটার ব্যবহার করলে আলো পড়লে ত্বক চকচক করে ওঠে। তবে ফাউন্ডেশন লাগানোর আগে ত্বকে ট্রান্সলুসেট পাউডার লাগিয়ে নিতে পারেন।
- ট্যাগ:
- লাইফ
- সাজগোজ
- বড়দিন উদযাপন