টুইটারে ধূসর টিক

প্রথম আলো প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ১৯:৩৫

বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সোনালি টিক চিহ্ন চালুর জন্য এবার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার অ্যাকাউন্টের জন্য ধূসর টিক চিহ্ন ব্যবহারের সুযোগ চালু করেছে টুইটার।


এ সুবিধা চালুর ফলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার অ্যাকাউন্টের পরিচয় যাচাইয়ে ধূসর টিক চিহ্ন যুক্ত করবে খুদে ব্লগ লেখার সাইটটি। এর ফলে অন্য ব্যবহারকারীরা সহজেই অ্যাকাউন্টগুলো সম্পর্কে আগে থেকে ধারণা নিতে পারবেন। এর মাধ্যমে প্রতারকেরাও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার নামে টুইটারে অ্যাকাউন্ট খুলতে পারবেন না।


অ্যাকাউন্টে ধূসর টিক চিহ্ন যুক্ত করতে মাসে আট ডলার খরচ করতে হবে। পর্যায়ক্রমে সব দেশে এ সুবিধা চালু করা হবে। উল্লেখ্য, ইলন মাস্ক টুইটার কেনার আগে রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রীসহ বিখ্যাত ব্যক্তিদের অ্যাকাউন্ট যাচাই করে শুধু নীল টিক চিহ্ন দিত টুইটার কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও