কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ইচ্ছেমতো’ ইভেন্ট যোগ করছে গুগল ক্যালেন্ডার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ১৯:৩০

এবার বাগ সংশ্লিষ্ট সমস্যার মুখে পড়েছে গুগল ক্যালেন্ডার। এর মোবাইল অ্যাপে গত কিছুদিন যাবৎ একটি অস্বাভাবিক ‘ত্রুটিপূর্ণ অভিজ্ঞতার’ মুখে পড়ার অভিযোগ জানিয়েছেন ব্যবহারকারীরা।


অ্যাপটি ব্যবহারকারীর জিমেইল বার্তার কনটেন্টের ওপর ভিত্তি করে ‘নিজের ইচ্ছে মতো’ বিভিন্ন আয়োজন তৈরি করছে বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে।


৯টু৫গুগল বলছে, বিভিন্ন ডেলিভারি নোটিফিকেশন, কেনাকাটার রসিদ ও নিউজলেটার’সহ বেশ কয়েক ধরনের ইমেইল বার্তা অ্যাপের ‘অল-ডে ক্যালেন্ডার ইভেন্ট’-এ দেখা যাচ্ছে। এ ছাড়া, ভার্জের কয়েকজন কর্মীও একই সমস্যার মুখে পড়েছেন।

“এটি অনেকটা ক্যালেন্ডারে ‘ল্যান্ডমাইন’ খুঁজে পাওয়ার মতো।” --অভিযোগ করেন এক লেখক।


এই প্রসঙ্গে ভার্জ গুগলের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো জবাব মেলেনি।


অ্যাপে কেউ এই ধরনের অভিজ্ঞতার মুখে পড়লে এটি থামানোর সবচেয়ে সহজ উপায় হলো ক্যালেন্ডারের সেটিংয়ে গিয়ে ‘শো ইভেন্টস ফ্রম জিমেইল’ নামের টগল বন্ধ করা। একে ব্যবহারকারীর ক্যালেন্ডারে স্প্যাম সংশ্লিষ্ট আমন্ত্রণ বন্ধের সবচেয়ে ভালো উপায় হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও