কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘যুদ্ধ’ মন্তব্যের পর পুতিনকে যে পরামর্শ দিল যুক্তরাষ্ট্র

প্রথম আলো প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ১৯:১৫

শেষ পর্যন্ত ইউক্রেন সংঘাতকে ‘যুদ্ধ’ বলে মন্তব্য করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাস্তবতা স্বীকার এবং দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার অনেকটা উপহাসের সুরে যুক্তরাষ্ট্র এ আহ্বান জানায়। খবর এএফপির।


পুতিন ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার নির্দেশ দেওয়ার পর থেকে রাশিয়া এই সংঘাতকে দাপ্তরিকভাবে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে আসছে। কর্তৃপক্ষের দৃষ্টিতে যুদ্ধের মতো বিভ্রান্তিকর পরিভাষা ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করে একটি আইনও করা হয়েছে।


কিন্তু গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুতিন নিজেই ‘যুদ্ধ’ শব্দটি ব্যবহার করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, যত দ্রুত সম্ভব এই যুদ্ধের ইতি ঘটবে।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ২৪ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও বাকি বিশ্ব জানে, পুতিনের ‘বিশেষ সামরিক অভিযানটি’ ছিল ইউক্রেনের ওপর চাপিয়ে দেওয়া ও অন্যান্য যুদ্ধ। অবশেষে ৩০০ দিন পর পুতিন এটা যে যুদ্ধ, সেটাই বললেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও