কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুগল ম্যাপ দেখা যাবে এই স্মার্টওয়াচে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২, ১৭:২৯

ভারতীয় বাজারে আসছে ফিটবিটের দুই স্মার্টওয়াচ। ফিটবিট সেন্স ২, ফিটবিট ভার্সা ৪ নামের স্মার্টওয়াচ দুটির আপডেট ভার্সনে থাকছে অসংখ্য নতুন ফিচার। যে কোনো জায়গায় গুগল ম্যাপ অ্যাক্সেস করতে পারবেন স্মার্টওয়াচগুলোতে। সঙ্গে এখন স্মার্টফোন না থাকলেও অচেনা রাস্তায় ঝামেলায় পড়তে হবে না আপনাকে।


ভার্সা ৪ হলো একটি ফিটনেস-কেন্দ্রিক স্মার্টওয়াচ, যেটিতে ৪০টিরও বেশি ব্যায়াম মোড, রিয়্যাল-টাইম পরিসংখ্যান, জিপিএস ও অ্যাক্টিভ জোন মিনিট এবং গুগল ম্যাপ পাবেন। এছাড়াও ডেইলি রেডিনেস স্কোরের মতো প্রিমিয়াম বৈশিষ্ট্যগুলো অফার করবে স্মার্টওয়াচটি। অন্যদিকে সেন্স ২ আপনাকে মানসিক স্বাস্থ্যের আপডেট জানাবে সর্বক্ষণ। আপনার হার্টের স্বাস্থ্য ট্র্যাক, ত্বকের তাপমাত্রা এবং আরও অনেক কিছুর মাধ্যমে অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনের লক্ষণ শনাক্ত করতে পারবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও