ঢাকা-দিল্লি সিইপিএ নিয়ে আলোচনা শুরু করতে সম্মত
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২, ১৬:০০
বাংলাদেশ ও ভারত উভয় দেশের জনগণের সুবিধার জন্য একটি ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (সিইপিএ) জন্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লিতে দুই দেশের বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে তারা এ বিষয়ে সম্মত হন।
এতে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন। বৈঠকের পর ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার জন্য বিস্তারিত আলোচনা করেছে। তারা সম্মত হয়েছে যে, সেপা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, জীবনযাত্রার মান বাড়াবে এবং ভারত ও বাংলাদেশে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক সুযোগ দেবে। তারা বলেছেন, এছাড়া অংশীদারিত্ব নির্ভরযোগ্য ও টেকসই আঞ্চলিক মূল্য চেইন (আরবিসিএস) প্রতিষ্ঠা করবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে