ভয়কে জয় করার গল্প
প্রথম আলো
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২, ১৫:০০
বাংলাদেশের চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ না পেলেও দুটি তেলেগু ছবিতে নায়িকা হিসেবে দেখা গেছে মেঘলা মুক্তাকে। কিন্তু বরাবরই তাঁর চাওয়া ছিল দেশের চলচ্চিত্রে তাঁকে সবাই নায়িকা হিসেবে দেখুক। তাঁর সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। দেশের প্রেক্ষাগৃহে নায়িকা হয়েই আসছেন মেঘলা মুক্তা। আজ দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ‘পায়ের ছাপ’। ছবিটি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে তৈরি হয়েছে।
‘পায়ের ছাপ’–এর মুক্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর; পরিচালক সাইফুল ইসলাম; অভিনয়শিল্পী মেঘলা মুক্তা, দীপা খন্দকার, প্রাণ রায়, করবী মিজান; সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু; রিপন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
- ট্যাগ:
- বিনোদন
- চলচ্চিত্র
- বাংলা চলচ্চিত্র