You have reached your daily news limit

Please log in to continue


গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের

শিল্পে ব্যবহৃত জ্বালানি গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী নসরুল হামিদের প্রতি এ আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে প্রতিমন্ত্রীর কাছে এই আহ্বান জানানো হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) এফবিসিসিআই সূত্রে এ তথ্য জানা গেছে। দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে সুলভ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি উল্লেখ করে চিঠিতে বলা হয়, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, চলমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে শিল্পের কাঁচামাল ও উৎপাদন উপকরণ, জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ডলার সংকট ও মুদ্রা বিনিময় হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ব্যবসা পরিচালনা খরচ অত্যাধিক বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন