কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এক উইকেট পেতে ১২ বছরের অপেক্ষা!

www.tbsnews.net প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ১৬:০৯

অভিষেক সেই ২০১০ সালে। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্ট খেলার পর কেটে গেছে ১২ পর, উইকেটের স্বাদ নেওয়া হয়নি জয়দেব উনাদকাতের। বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে নেমে অবশেষে টেস্ট উইকেটের স্বাদ বুঝলেন ভারতীয় এই পেসার। অবিশ্বাস্য মনে হবে, এও সম্ভব নাকি! আদতে এই ১২ বছরে কোনো টেস্টই খেলেননি বাঁহাতি এই পেসার।


২০১০ সালে ভারত দলে যখন উনাদকাতের অভিষেক হয়, তখন দলের নিয়মিত সদস্য ছিলেন রাহুল দ্রাবিড়। সাবেক এই ব্যাটসম্যান এখন ভারতের প্রধান কোচ। দীর্ঘ এই সময়ে ভারত টেস্ট খেলেছে ১১৮টি। ১১৯তম টেস্টে এক সময়ের সতীর্থের তত্ত্বাবধানে অবশেষে অপেক্ষা ফুরালো উনাদকাতের। বাংলাদেশ ওপেনার জাকির হাসানকে ফিরিয়ে প্রথমবারের মতো টেস্ট উইকেট পাওয়ার উদযাপন করেন তিনি। 


এক টেস্ট থেকে আরেক টেস্ট খেলার মাঝে দীর্ঘ বিরতিতে রেকর্ডে নাম উঠে গেছে উনাদকাতের, ব্যবধান ১২ বছর ২ দিন। অবশ্য ভারত দলে লম্বা বিরতির দিক থেকে উনাদকাত দ্বিতীয়। সর্বোচ্চ বিরতির পর পরের টেস্ট খেলায় সবার ওপরে লালা অমরনাথ। প্রথম দুই টেস্ট খেলার ১২ বছর ১২৯ দিন পরের টেস্ট খেলেন তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও