কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিদেশি ঋণ শোধ করতে পারছে না আফ্রিকার দেশ ঘানা

প্রথম আলো ঘানা প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ১১:১৬

অর্থনৈতিক সংকটে পড়ে ঋণখেলাপি হতে চলেছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। কারণ, বিভিন্ন দেশ ও সংস্থা থেকে নেওয়া ঋণ এখন আর শোধ করতে পারছে না দেশটি। খবর রয়টার্স ও আল-জাজিরার।


অর্থনীতিবিদেরা বলছেন, ঋণ পরিশোধের অক্ষমতা থেকে বোঝা যায়, দেশটি অর্থনীতির বিপজ্জনক অবস্থায় আছে। তবে ভবিষ্যতে কীভাবে ঋণ পরিশোধ করা যায়, তা নিয়ে ঋণদাতা দেশগুলোর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছে বলে জানিয়েছে ঘানা সরকার।


গত সোমবার ঘানার বেশির ভাগ বিদেশি ঋণের কিস্তি পরিশোধ কার্যক্রম স্থগিত করেছে দেশটির সরকার। ঘানার অর্থ মন্ত্রণালয় বলেছে, এখন থেকে জরুরি ব্যবস্থা হিসেবে ইউরো বন্ড, দ্বিপক্ষীয় ঋণসহ যেকোনো বাণিজ্যিক ঋণ পরিশোধ করবে না দেশটি। তবে নতুন স্থগিতাদেশের মধ্যে বহু পাক্ষিক ঋণের অর্থ প্রদান, ১৯ ডিসেম্বরের পর নেওয়া নতুন ঋণ বা নির্দিষ্ট স্বল্পমেয়াদি বাণিজ্যসুবিধা-সম্পর্কিত ঋণ অন্তর্ভুক্ত হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও