ফারদিন ‘আত্মহত্যা’ করলে আমার স্বামীকে গুলি করে মারলো কেন, প্রশ্ন স্ত্রীর
‘আমার স্বামীকে হত্যার আগে ফারদিন হত্যায় জড়িত থাকার কথা বলা হয়েছিল। এখন ডিবি ও র্যাব বলছে, ফারদিন আত্মহত্যা করেছে। তাহলে আমার স্বামীকে কেন গুলি করে মারলো? তার বিরুদ্ধে অন্য কোনও অভিযোগ থাকলে আইনের মাধ্যমে বিচার করতো; কিন্তু তাকে র্যাব এভাবে হত্যা করতে পারে না। আমি এই হত্যার বিচার চাই। তাকে এভাবে হত্যার অধিকার র্যাবের নেই। র্যাবের অনেক বড় বড় কর্মকর্তা রয়েছেন; আমার স্বামীকে হত্যার ঘটনায় তারা কোনও পদক্ষেপ নেননি। তাহলে কার কাছে বিচার চাইবো।’
কান্নাজড়িত কণ্ঠে বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেছেন নারায়ণগঞ্জের চনপাড়া এলাকার রাশেদুল ইসলাম শাহীন ওরফে সিটি শাহীনের স্ত্রী রোকেয়া আক্তার ইতি। গত ১০ নভেম্বর র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন শাহীন।