করোনাভাইরাসের টিকার চতুর্থ ডোজ নেওয়া কতটা জরুরি?

প্রথম আলো প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ১৮:৪৮

করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই। সংক্রমণ প্রতিরোধে গতকাল মঙ্গলবার দেশের মানুষকে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু হয়েছে। সারা দেশের স্থায়ী টিকাকেন্দ্রগুলোতে এ টিকা দেওয়া হবে। করোনার সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নানা জটিল রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বারা এ টিকা পাবেন। তৃতীয় ডোজ নেওয়ার চার মাস পর নেওয়া যাবে চতুর্থ ডোজ। ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি, যাঁরা ইতিমধ্যে তৃতীয় ডোজ নিয়েছেন, তাঁদের এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। তবে এরই মধ্যে চতুর্থ ডোজ নিয়ে চলছে নানাবিধ আলোচনা—এই ডোজের প্রয়োজন আছে কি না, কাদের জন্য বেশি প্রয়োজন ইত্যাদি।


গবেষণা যা বলছে


গবেষণায় দেখা গেছে, কোভিড-১৯ টিকার চতুর্থ ডোজ নিরাপদ। এই ডোজ অ্যান্টিবডির ঘনত্ব এবং প্রতিরোধক্ষমতাকে যথেষ্ট বৃদ্ধি করে। গবেষণায় এখন পর্যন্ত চতুর্থ ডোজের ভ্যাকসিন-সম্পর্কিত গুরুতর প্রতিকূল পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইনজেকশনের জায়গায় ব্যথা এবং ক্লান্তির মতো সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও