পরমাণু ফিউশন জলবায়ু দুর্যোগের 'উদ্ধারকর্তা' নয়
যতটুকু জ্বালানি শোষণ করে, তার চেয়ে অনেক বেশি উদ্গিরণ করে- এমন একটি পরমাণু ফিউশন বা মিশ্রণ তৈরিতে গবেষকদের সাফল্যের খবর পড়ে গত সপ্তাহে অনেকে আশ্বস্ত হতেই পারেন। প্রায় অর্ধশতাব্দীর সাংবাদিকতাকালে আমি দেখেছি, কোনো দশকই বিজ্ঞানীদের এমন দুই-তিনটি ঘোষণা ছাড়া শেষ হয়নি। প্রায় প্রতিবারই তাঁরা দাবি করেছেন, তাঁদের আবিস্কারের মধ্য দিয়ে সূর্যের ভূমিকা পুনঃসৃজন করতে পারবে বিজ্ঞান।
গবেষণার ফলস্বরূপ যে দূষণমুক্ত ও সুলভ পরমাণু ফিউশন উৎপাদন হবে, তা আমাদের জীবন পরিবর্তন করে দেবে। সাম্প্রতিক বছরগুলোতে যখন এ ধরনের ঘোষণা বিরল হয়ে আসছিল, আমার মধ্যে প্রত্যাশার উষ্ণতা জেগেছিল যে, আমরা একটা স্বাভাবিক পরিস্থিতির দিকে ফিরছি।