আর্থিক প্রতিষ্ঠানে আমানত কমেছে, বেড়েছে ঋণ
প্রথম আলো
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ১৬:৪৭
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানত ও ঋণের সুদহার বেঁধে দেওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে এই খাতে। সুদহার বেঁধে দেওয়ার পর আমানত হারাচ্ছে এসব প্রতিষ্ঠান। গত এক বছরে আর্থিক প্রতিষ্ঠানের আমানত কমেছে হাজার কোটি টাকার ওপরে।
আর্থিক প্রতিষ্ঠান–সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রাহকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ৫৮৫ কোটি টাকা; গত বছরের একই সময়ে যা ছিল ৪২ হাজার ৭৯০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে আর্থিক প্রতিষ্ঠানে আমানত কমেছে ১ হাজার ২০৫ কোটি টাকা।