কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টাকার জোরে বন্ধু বাড়াচ্ছে কাতার

জাগো নিউজ ২৪ কাতার প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ১৫:৫০

কয়েক বছর ধরে উদার পররাষ্ট্রনীতির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বন্ধু বাড়িয়ে চলেছে কাতার৷ আর তার জন্য ফ্যাশন, শিল্প, ক্রীড়া থেকে শুরু করে নানা খাতে কোটি কোটি টাকা ঢালছে দেশটি৷ বিশ্বকাপ শুরুর কিছুদিন আগেই কাতারে বড় বড় ফ্যাশন ব্রান্ডের এক প্রদর্শনীতে হাজির হয়েছিলেন সাবেক সুপারমডেল নাওমি ক্যাম্পবেল৷ সেখানে ছিল বিখ্যাত ইতালীয় ব্র্যান্ড ভ্যালেন্টিনোও৷ ইভেন্টটি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল৷ তবে অনেকেই যেটা খেয়াল করেননি তা হচ্ছে, ভ্যালেন্টিনোর মালিক কিন্তু কাতার৷ ২০১২ সালে আর্থিক সংকটে পড়া ব্র্যান্ডটি কিনে নিয়েছিল কাতারি ইনভেস্টমেন্ট ফান্ড মেইহুলা৷ নাওমি ক্যাম্পবেল কাতার গিয়েছিলেন এমার্জ নামে একটি ফ্যাশন চ্যারিটির উদ্বোধন করতে।


ধারণা করা হয়, এমার্জ হচ্ছে ক্যাম্পবেলের আরেকটি সংস্থার শাখা যেটির অর্থের উৎস ও খরচের পার্থক্য নিয়ে তদন্ত করছে ব্রিটিশ চ্যারিটি কমিশন৷ এতে কাতারের যোগসূত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে৷ শুধু নাওমির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নয়, গত কয়েক বছরে ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান, এমনকি ফুটবল ক্লাবও কিনে নিয়েছে কাতার৷


এজন্য যখন যেখানে যত টাকা প্রয়োজন হয়েছে খরচ করেছে৷ বিনিয়োগ করেছে ইউরোপের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমানবন্দরসহ নানা খাতে৷   শক্তির উৎস প্রাকৃতিক গ্যাসগত শতকের সত্তরের দশকে বিপুল প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ার পর রাতারাতি বিশ্বের অন্যতম গরিব দেশ থেকে ধনী দেশে পরিণত হয় কাতার৷ ছোট্ট উপসাগরীয় দেশটির ৩০ লাখ বাসিন্দার মধ্যে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ কাতারি নাগরিক৷ বাকিরা সবাই বিদেশি কর্মী৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও