ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম 'বৈঠক' এখন সবার
সমকাল
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ১৫:২০
সবার জন্য উন্মুক্ত হলো আইসিটি বিভাগের তৈরি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম 'বৈঠক'। করোনাকালে করোনার টিকা ব্যবস্থাপনার ডিজিটাল প্ল্যাটফর্ম 'সুরক্ষা' এবং ভার্চুয়াল মিটিং করার প্ল্যাটফর্ম 'বৈঠক' তৈরির উদ্যোগ নেয় আইসিটি বিভাগ। ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম-এর বিকল্প হিসেবে 'বৈঠক' ডেভেলপ করেন কম্পিউটার কাউন্সিলের বিজিডি ই-গভ সার্ট-এর ১০ জন সফটওয়্যার প্রকৌশলী।
বিজিডি-ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, এক বছরের বেশি সময়ে পরীক্ষামূলকভাবে এই প্ল্যাটফর্মে ১ হাজার ৮০০-এর বেশি মিটিং করেছেন সরকারি কর্মকর্তারা। এ সময়ে চলেছে ডেভেলপিংয়ের কাজও। এরপর প্ল্যাটফর্মটির পূর্ণাঙ্গ সংস্করণ গত সোমবার উন্মোচন করা হয়। আপাতত সর্বোচ্চ ২০০ জন 'বৈঠক' প্ল্যাটফর্মে একসঙ্গে যুক্ত হয়ে ভার্চুয়ালি মিটিং করতে পারবেন।