You have reached your daily news limit

Please log in to continue


চোখের বদলে চোখ, আফগানিস্তানে ফিরল শরিয়া আইন

তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা গত মাসে আফগানিস্তানের বিচার ব্যবস্থায় পূর্ণ শরিয়া আইন জারির নির্দেশ দেন। এরপর দেশটিতে শরিয়া অনুযায়ী বিচার হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা আফগানিস্তানের গাজনি প্রদেশের একটি শরিয়া আদালতের ভেতর প্রবেশের সুযোগ পেয়েছিলেন। তারা দেখে এসেছেন আদালতের ভেতরের চিত্র ও কিভাবে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়।

এএফপির প্রতিনিধিরা যখন গাজনির সেই আদালতে যান তখন হত্যার দায়ে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের বিচার চলছিল। চলতি বছরের নভেম্বরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখন তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

ভেতরের চিত্রটা ছিল এরকম— মাথায় টারবাইন পরিহিত মোহাম্মদ মুবিন নামে এক তরুণ বিচারক ছোট একটি ঘরে (আদালত) মাটিতে বসে আছেন। বিচারকের সামনে দণ্ডপ্রাপ্ত বৃদ্ধকে হাজির করা হয়েছে। বৃদ্ধ তার সামনে হাঁটু গেড়ে বসেছেন। মাঝে তাদের মধ্যে কিছু কথোপকথন হয়। এরপর হত্যার কথা স্বীকার করে বিচারককে তিনি বলেন, ‘প্রতিশোধ থেকে আমি তাকে গুলি করে হত্যা করেছি। কারণ আমার পুত্রবধুর সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন