You have reached your daily news limit

Please log in to continue


মেসির সামনেই এমবাপ্পেকে চরম অপমান করলেন মার্টিনেজ

গোল্ডেন গ্লাভ জয়ের পর বিশ্বকাপের মঞ্চে অশ্লীল অঙ্গভঙ্গি করে সমালোচনা কুড়িয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এরপর বিশ্বকাপ ট্রফি নিয়ে ড্রেসিংরুমে ফিরে আক্রমণ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। উদযাপনের মধ্যে হঠাৎ এমবাপ্পের নাম টেনে উপহাস করেন বলেন, ‘সবাই এমবাপ্পের জন্য এক মিনিট নীরবতা পালন করো।

’ এবার নতুন বিতর্কে জড়ালেন এমি। বিশ্বকাপ ট্রফি নিয়ে রাজধানী বুয়েনস এইরেসে ছাদখোলা বাসে ঘুরছিলেন মেসিরা। বীরদের বরণ করে নিতে রাস্তায় নেমে আসে প্রায় ৪০ লাখ সমর্থক। ওই ট্রফি প্যারেডে মার্টিনেজ ঘটিয়েছেন আরেক বিতর্কিত কাণ্ড। বাসে তার হাতে দেখা যায় একটি শিশুর পুতুল, যার মাথায় লাগানো ছিল এমবাপ্পের মুখচ্ছবি। এই পুতুলকে কোলে নিয়েই ছাদ খোলা বাসে সমর্থকদের অভিবাদনের জবাব দিয়েছেন আর্জেন্টাইন ‘বাজপাখি’।

এমির উদযাপনের সময় তাঁর পাশেই দাঁড়ানো ছিলেন লিওনেল মেসি। পিএসজিতে এমবাপ্পের সতীর্থ মেসি। এমির এমন উদযাপনে বাধা দেননি মেসি। তাই নেটিজেনরা আশঙ্কা, মার্টিনেজের এই কাণ্ডে মেসি ও এমবাপ্পের মধ্যকার সম্পর্কের অবনতি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন