ছোট ছোট সতর্কতার বিষয়ে উদাসীনতা নয়

যুগান্তর সালাহ্উদ্দিন নাগরী প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ১৫:৪৩

‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’। চলতে ফিরতে আমরা বিভিন্ন ধরনের দুর্ঘটনার মুখোমুখি হচ্ছি।


এসব দুর্ঘটনায় সম্পদ বিনষ্ট ও অর্থের অপচয় তো হচ্ছেই, একইসঙ্গে ভুক্তভোগীদের আহত হয়ে দীর্ঘমেয়াদি অসুস্থতা বা আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে, অনেক ক্ষেত্রে মৃত্যুও হচ্ছে। রুদ্ধ হয়ে যাচ্ছে কোনো কোনো পরিবারের চলার পথ। কেন ঘটছে এসব দুর্ঘটনা? সবই কি দৈব দুর্বিপাক? নাকি আমাদের অসতর্ক আচরণ ও ক্রিয়া-প্রতিক্রিয়াও এর জন্য দায়ী?



এই তো কিছুদিন আগে এ শহরে এক বয়স্ক ব্যক্তি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরতে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের নিচতলায় লিফটের জন্য বাটনে চাপ দিলে দরজা খুলে যায়, কিন্তু লিফট না আসার বিষয়টি খেয়াল না করায় তিনি দরজা দিয়ে ভেতরে ঢুকতেই টুপ করে নিচে পড়ে যান।


এ ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখার কারণ নেই। এখন যে হারে হাইরাইজ বিল্ডিং নির্মিত হচ্ছে, লিফটের প্রয়োজন পড়ছে, তাতে কোনো কোনো ক্ষেত্রে লিফটের যথোপযুক্ত মান রক্ষিত হচ্ছে না। কোনো কোনো সময় আবার লিফট ইন্সটলেশনেও ত্রুটি থেকে যাচ্ছে। ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে। তাই পরিত্রাণের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। লিফটের দরজা খোলার পর দেখেশুনে ভেতরে প্রবেশ করলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও