সময়োপযোগী নীতিমালার দাবি নিয়ে ঢাকায় বসছে ‘ফ্যাবফেস্ট’
চলচ্চিত্র ও ওটিটির বাংলা কনটেন্টের ‘সুসময়’ পুনরুদ্ধারের লক্ষ্যে চলচ্চিত্র বা ভিজ্যুয়াল শিল্পের নীতিমালা ঢেলে সাজানোর দাবিতে ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশ (ফ্যাব) আয়োজন করছে ‘ফ্যাবফেস্ট’।
ফ্যাব জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও মিলনায়তনে এই ‘ক্রিয়েটিভ সামিট’ এর আয়োজন করা হয়েছে।
প্রযোজক, নির্মাতা, কনটেন্ট ক্রিয়েটর, শিল্পী, লেখক, সিনেমাটোগ্রাফার, দৃশ্য-সংস্কৃতির অংশীজন, নীতিনির্ধারক ও সংবাদমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত থাকবেন। দিনব্যাপী ওই উৎসবে মতবিনিময় সেশন, ইনস্টলেশন, চলচ্চিত্র প্রদর্শন ও সংগীতানুষ্ঠানের আয়োজনও থাকছে।
এর আগে গত অগাস্টে মাসে কাঁটাতারের বেড়ার আদলে তৈরি মঞ্চে বসেছিল ‘বাংলা চলচ্চিত্র বা কনটেন্টে সেন্সরশিপ খড়্গ, গল্প বলার স্বাধীনতা চাই’ শিরোনামে এক সভা। শিল্পী-কলাকুশলীরা গল্প বলার স্বাধীনতা চেয়ে তাদের দাবি দাওয়া তুলে ধরেন সেখানে। তারই ধারাবাহিকতায় এ উৎসবের আয়োজনের উদ্যোগ নিয়েছে ফ্যাব।
- ট্যাগ:
- বিনোদন
- চলচ্চিত্র শিল্প
- ফ্যাবফেস্ট