সিলেটে পর্যটক বেশি, কক্সবাজারে কম

প্রথম আলো প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ১৭:১৮

ভরা মৌসুমেও কক্সবাজারে পর্যটকদের আনাগোনা কম। সেন্ট মার্টিনে জাহাজ চলাচল সীমিত থাকায় কক্সবাজারে পর্যটক কমেছে বলে দাবি সেখানকার ব্যবসায়ীদের। অন্যদিকে সিলেটে এবার বেশ ভালো পর্যটক ভিড় জমাচ্ছেন। অবকাঠামো উন্নয়নের সুবাদেই সিলেটের পর্যটনে চাঙা ভাব।


দেশে সাধারণত ডিসেম্বর মাসে স্কুল-কলেজ বন্ধ থাকার সময়েই পরিবার নিয়ে অনেকে ঘুরতে বের হন। সে ক্ষেত্রে দেশের বড় দুটি পর্যটন শহর কক্সবাজার ও সিলেটকেই পছন্দের শীর্ষে রাখেন ভ্রমণপিপাসুরা। ব্যবসায়ীরাও সেভাবেই প্রস্তুতি নিয়ে থাকেন। তবে এবার কক্সবাজারের ব্যবসায়ীরা আশানুরূপ সাড়া পাননি। ডিসেম্বরের শেষ দিকে ৫০-৬০ হাজার পর্যটক কক্সবাজার ঘুরতে যেতে পারেন, এমন আশায় আছেন ব্যবসায়ীরা।


কক্সবাজার হোটেল-অতিথি হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার প্রথম আলোকে বলেন, বিগত সময়ে কক্সবাজারে বিজয় দিবস উপলক্ষে পর্যটকদের আনাগোনা হতো অনেক বেশি। সেটা বছরের শেষ দিন পর্যন্ত থাকত। হোটেলে রুম না পেয়ে সড়কের কিনারে বা গাড়িতে রাত কাটানোর মতো ঘটনাও অতীতে চোখে পড়েছে। কিন্তু এবার সেভাবে পর্যটক নেই। সামনের শুক্র-শনিবার কিছু রুমের বুকিং থাকলেও ৩১ ডিসেম্বরের জন্য অতিথিরা রুম বুকিং করছেন কম।

এদিকে সিলেটের ব্যবসায়ীরা জানান, এবার তাঁরা ভালো ব্যবসা করছেন। ডিসেম্বরের শুরু থেকে প্রচুর অতিথি যাচ্ছেন সেখানকার হোটেল-মোটেলগুলোয়। তবে ব্যবসা এখনো করোনার আগের অবস্থায় ফেরেনি। মৌসুমজুড়ে (ডিসেম্বর-জানুয়ারি মাসে) সিলেটে দুই থেকে আড়াই লাখ পর্যটক ভ্রমণ করবেন বলে আশা করছেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও