গুগল ডুডলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় ও মেসি
গতকাল ১৮ ডিসেম্বর ছিল কাতার ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২-এর ফাইনাল। আর্জেন্টিনা ও শেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ান ফ্রান্স মুখোমুখি হয় কাতারের লুসাইল স্টেডিয়ামে। তবে শুধু গ্যালারির দর্শকই নন, সারাবিশ্বে এই উন্মাদনা ছড়িয়ে যায়। উৎসবের আমেজে রুদ্ধশ্বাস এক ম্যাচ। শেষ হাসিটা হাসে মেসির আর্জেন্টিনা। ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে।
গুগল ডুডলও সামিল হয়েছে এই জয়োৎসবে। গুগল ডুডলেও আজ উদযাপন করা হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। ডুডলের জিআইএফে দেখা যাচ্ছে সেখানে স্থান পেয়েছে নীল রং। এটি আর্জেন্টিনার ফুটবল দলের জার্সির রঙের সঙ্গে মিলিয়ে করা হয়েছে। পাশাপাশি রয়েছে সোনালির ছোঁয়া। এই টুর্নামেন্টে মেসির হাতে উঠেছে ‘গোল্ডেন বল’। সে কারণেই ডুডলে জায়গা পেয়েছে সোনালি রং। তার মধ্যে থেকে খেলোয়াড়দের আনন্দ উদযাপন প্রকাশ করে হয়েছে বুটের আকৃতির কার্টুনের লাফালাফিতে।