![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F12%2F19%2F-961c8b80b1ca79c4129fa4f340eb0b9e.jpg%3Fjadewits_media_id%3D830411)
শতাধিক নাবিক নিয়ে থাইল্যান্ডের নৌ বাহিনীর জাহাজডুবি
থাইল্যান্ড উপসাগরে দেশটির একটি নৌ-বাহিনীর জাহাজ ডুবে গেছে। ঘটনাস্থল থেকে সোমবার (১৯ ডিসেম্বর) হেলিকপ্টারের মাধ্যমে ৭৫ জন নাবিককে উদ্ধার করা গেলেও এখনও ৩১ জন নিখোঁজ।
মার্কিন সংবাদমাধ্যম এপি’র প্রতিবেদনে জানা গেছে, রবিবার সন্ধ্যায় ঝড়ো বাতাসে ‘এইচটিএমএস সুখোথাই’ রণতরীর বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। খবর পাওয়া মাত্র থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠিয়েছে। মেশিনের সাহায্যে জাহাজটিকে তোলার চেষ্টা করলেও সম্ভব হয়নি। বিবিসি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। জাহাজটিতে ১০৬ জন ছিল বলে জানা গেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জাহাজ ডুবি
- জাহাজডুবি