কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইপিওতে ধস, অর্ধেকে নেমেছে অর্থ উত্তোলন

জাগো নিউজ ২৪ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ০৯:৫৯

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশনের অধীনে পরপর দুই বছর শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে রেকর্ড পরিমাণ অর্থ উত্তোলন হলেও বিদায়ের পথে থাকা ২০২২ সালে সেই ধারা অব্যাহত থাকেনি।


আগের বছরের তুলনায় আইপিওতে আসা প্রতিষ্ঠানের সংখ্যা কমে অর্ধেকে নেমেছে। এতে আইপিও’র মাধ্যমে অর্থ উত্তোলনেও নেমেছে ধস। গত বছর আইপিও’র মাধ্যমে যে পরিমাণ অর্থ উত্তোলন করা হয়েছে, এবার প্রায় তার অর্ধেক। তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছর ছয়টি প্রতিষ্ঠান আইপিও’র মধ্যে পুঁজিবাজার থেকে ৬২৬ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করেছে। ২০২১ সালে আইপিও’র মাধ্যমে অর্থ উত্তোলন করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৪টি। প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে অর্থ উত্তোলন করে এক হাজার ২৩৩ কোটি ২৬ লাখ ৯ হাজার টাকা। অর্থাৎ আইপিওতে আসা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে আটটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও