মেটার সঙ্গে প্রতিযোগিতায় এইচটিসির নতুন হেডসেট

বণিক বার্তা প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ০৯:৪১

কয়েক বছর ধরে গ্রাহক পর্যায়ে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের বাজারে শীর্ষে রয়েছে মেটা ও সনি। তবে সহজেই হাল ছাড়ছে না এইচটিসি। শিগগিরই বাজারে নতুন এআর বা ভিআর হেডসেট আনবে প্রতিষ্ঠানটি। খবর টেকরাডার।


অক্টোবরে প্রকাশিত এক টিজারের তথ্যানুযায়ী, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সিইএস সম্মেলনে নতুন একটি হেডসেট দেখাবে এইচটিসি। কোনো কম্পিউটার বা স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা ছাড়াই এটি ব্যবহার করা যাবে বলে দাবি প্রতিষ্ঠানটির। নতুন ডিভাইসটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া না গেলেও বিবৃতির তথ্যানুযায়ী এটি মেটার কোয়েস্ট প্রোর পাশাপাশি পিকো ৪ ও অকুলাস কোয়েস্ট ২-এর সঙ্গে প্রতিযোগিতা করবে।


নতুন ভার্চুয়াল বা অগমেন্টেড রিয়েলিটি হেডসেটের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও এর বাজারজাতের বিষয়টি নিশ্চিত করেছেন তাইওয়ানভিত্তিক কোম্পানিটির পণ্য প্রধান শেন ই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও