টাইটানিকের সেই দৃশ্য নিয়ে বিতর্ক, নির্মাতার ব্যাখ্যা
টাইটানিক সিনেমার সেই দৃশ্য মনে আছে? বরফখণ্ডের সঙ্গে ধাক্কায় আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া জাহাজের যাত্রীরা বরফজলে তলিয়ে যাচ্ছেন; ক্রমেই তাঁদের সামনে হিমশীতল মৃত্যু ঘনিয়ে আসছে। প্রেমিক যুগল জ্যাক ও রোজ অতল জলে হাতে হাত রেখে বেঁচে থাকার শেষ লড়াই করছেন। এর মধ্যেই জ্যাক ও রোজের সামনে একটি ভাঙা কাঠের দরজা ভেসে আসে, সেই দরজায় প্রথমে রোজ ওঠেন, এরপর জ্যাককে তোলার চেষ্টা করলে দরজাটি ডুবে যেতে থাকে।
জীবন নাকি মৃত্যু? পেণ্ডুলামের মতো দুলতে থাকা জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে প্রেমিকাকে বাঁচাতে মৃত্যুকেই বেছে নিলেন জ্যাক, আর হৃদয়ের সমস্ত উষ্ণতা দিয়ে জ্যাককে বাঁচানোর চেষ্টা চালিয়ে থাকেন রোজ। জ্যাকের হাত শক্ত বাঁধনে জড়িয়ে রেখে কাতরকণ্ঠে রোজ বলেন, ‘ওপরে আসো’। জ্যাক নিরুপায়। ততক্ষণে জ্যাকের হাত অবশ হতে থাকে; ধীরে ধীরে সাগরের গভীর নীলজলে তলিয়ে যান জ্যাক, জ্যাকের স্মৃতি নিয়ে বেঁচে থাকেন রোজ।
- ট্যাগ:
- বিনোদন
- বিতর্কিত
- বিতর্কিত দৃশ্য