কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মালয়েশিয়ার ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪

ডেইলি স্টার মালয়েশিয়া প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ১৫:০০

মালয়েশিয়ার সেলাংগর রাজ্যের বাতাং কালিতে একটি ক্যাম্পসাইটে ভূমিধসের ঘটনায় ঘুমন্ত অবস্থায় ২৪ জন নিহত হয়েছেন। শুক্রবারের এই দুর্ঘটনায় এখনো নিখোঁজ আছেন ৯ জন।


আজ রোববার দমকল ও উদ্ধার বিভাগের বরাত দিয়ে বার্তা রয়টার্স জানিয়েছে, উদ্ধার কার্যক্রমের তৃতীয় দিনে নতুন করে আর কাউকে জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা খুবই কম।


রাজধানী কুয়ালালামপুর থেকে ৫০ কিলোমিটার উত্তরে শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে ক্যাম্পিং সুবিধাসম্পন্ন অরগ্যানিক খামার 'ফাদার্স অরগ্যানিক ফার্ম'র কাছাকাছি অবস্থিত পাহাড় থেকে ভূমিধসের উৎপত্তি হয়। রাজ্যের দমকল ও উদ্ধার বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।


ভূমিধসে আক্রান্ত ৯৪ ব্যক্তির মধ্যে ৬১ জন নিরাপদে আছেন এবং ৯ জন এখনো নিখোঁজ। সেলাংগর রাজ্যের দমকল ও উদ্ধার বিভাগ জানায়, দুর্ঘটনায় ৭ শিশুর প্রাণহানি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও