কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বালু উত্তোলন বন্ধ নিশ্চিত করতে হবে

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ১৩:৪৮

অবাধে বালু উত্তোলনকারীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। কোনো ধরনের আইনের তোয়াক্কাই করছেন না তাঁরা। স্থানীয় ও রাজনৈতিক প্রভাবের কারণে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন প্রশাসনকেও। এতে নদী ও খাল হুমকির মুখে পড়ছে। সেই সঙ্গে বাঁধ ও সেতুও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।


আর কৃষকের ক্ষতির বিষয়টি তো বলার অপেক্ষা রাখে না। যেমনটি আমরা দেখতে পাচ্ছি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়। অবাধে বালু উত্তোলনের কারণে সেখানে ভোগাই নদ রক্ষা বাঁধ ও সেতু হুমকির মুখে পড়েছে। এতে আসন্ন বোরো মৌসুমে ১০ হাজার একর জমির আবাদ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।


প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৯৬ সালে উপজেলার যোগানিয়া ও মরিচপুরান ইউনিয়নের মাঝে জামিরাকান্দা এলাকায় ভোগাই নদের ওপর ১০ কোটি টাকা ব্যয়ে ১০০ মিটার দীর্ঘ রাবার ড্যাম ও সেতু নির্মাণ করা হয়। এই ড্যামের পানি ১১টি খালের মাধ্যমে পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় ১০ হাজার একর জমিতে সেচ দিতে ব্যবহার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও