ডিজিটাল খাতে রয়েছে অপার সম্ভাবনা
সারা বিশ্বই ডিজিটালের দিকে ঝুঁকছে। যত দ্রুত যারা ডিজিটাল প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে পারবে, তারা তত বেশি ভালো করবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বাংলাদেশকে ডিজিটাল খাতের জন্য দক্ষ জনবল তৈরি করতে হবে; তবেই বাংলাদেশ এই খাতে এগিয়ে যাবে। আজ শনিবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘ডিজিটাল সামিট ২০২২’-এ বক্তারা এসব কথা বলেন।
ডিজিটাল যুগের অপার সম্ভাবনাকে সুদৃঢ় করার প্রচেষ্টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনে ছিল চারটি মূল অধিবেশন, চারটি প্যানেল ডিসকাশন, দুটি ইনসাইট সেশন ও একটি কেস স্টাডি।
সম্মেলনে স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক ও ক্রিয়েটিভ এডিটর নাজিয়া আন্দালিব বলেন, ‘করোনা–পরবর্তী বাস্তবতা ডিজিটাল বিশ্বের প্রকৃত সম্ভাবনাকে আমাদের কাছে উন্মোচন করেছে। তাই এখনই উপযুক্ত সময় ডিজিটাল বিশ্বের সুবিধাগুলোকে সঠিকভাবে প্রয়োগ করা। তবে কোনো সুবিধাই কিছু চ্যালেঞ্জ ছাড়া আসে না। তাই বিশেষজ্ঞদের একটি প্রধান দায়িত্ব থাকবে এসব চ্যালেঞ্জকে সঠিকভাবে মোকাবিলা করা।’
- ট্যাগ:
- প্রযুক্তি
- সম্ভাবনা
- দক্ষতা
- প্রযুক্তি খাত
- সামিট